অদ্যকার সভার সভাপতির আসন গ্রহন করেন ইউ.পি চেয়ারম্যান।
সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্য/সদস্যাগণকে ধন্যবাদ জ্ঞাপক করে ও সকলের সহিত কুশলাদি বিনিময় করে সভার কার্যবিবরনী শুরু করেন।
সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং উহাতে কাহারো কোন আপত্তি না থাকায় উহা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।
নিচে সভার সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করা হলো।
১। বিগত সভার কার্যবিবরনীর পাঠ ও অনুমোদন।
২। ২০১৩-২০১৪ অর্থবছরের এলপিএসপির বিষয়ক আলোচনা।
৩। ২০১৩-২০১৪ অর্থবছরের ২য় পার্থকের কাবিখঅর কমিটি প্রেরণ।
৪। হিজলা ইউনিয়নের কয়েকটি কাঠের পুল মেরামত বিষায়ক আলোচনা।
৫। গ্রামীন খেলাধূলা বিষয়ক আলোচনা।
৬। আইন শৃংখলা বিষয়ক আলোচনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS